সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৮ এপ্রিল ২০২৫ ১৩ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ জারি রয়েছে। উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচারের অভিযোগে ভারত, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধের তালিকায় রয়েছে দ্য ডন-ও। এই ১৬ পাক ইউটিউব চ্যানেলের সাবস্ত্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লক্ষ বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা অন্যান্য হ্যান্ডেলগুলির মধ্যে রয়েছে, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা।
সরকারের সূত্র মোতাবেক, এই ইউটিউব চ্যানেলগুলি ভারত এবং ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তুর মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা প্রচার করছে। পহেলগাঁও ট্র্যাজেডির পর যখন দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন দিল্লির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যবাহী।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে, যদি কেউ এই চ্যানেলগুলিতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাদের নিম্নলিখিত বার্তাটি দ্বারা স্বাগত জানানো হবে: "জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই কনটেন্টটি বর্তমানে এই দেশে অনুপলব্ধ। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, দয়া করে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।"
কেন্দ্রীয় সরকার বিবিসিকে একটি শিরোনামের জন্য সতর্ক করেছে যেখানে লেখা ছিল, "কাশ্মীরে পর্যটকদের উপর মারাত্মক হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে।" বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেছেন যে শিরোনামটি যেন "ভারত পর্যটকদের হত্যা করেছে।" সূত্র জানিয়েছে, বিদেশ মন্ত্রকের বহিরাগত প্রচার বিভাগ জানিয়েছে যে- সন্ত্রাসবাদী হামলার বিষয়ে তাদের প্রতিবেদন সম্পর্কে ভারতে বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে দেশের "তীব্র অনুভূতি"র কথা জানানো হয়েছে। সন্ত্রাসবাদের জঙ্গি হিসাবে উল্লেখ করে বিবিসিতে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, সরকার বিবিসির প্রতিবেদন পর্যবেক্ষণ করবে।
গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে নিহত হন ২৬ জন। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি।
পাল্টা পাকিস্তানের তরফেও ভারতের সঙ্গে সব বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে। তাদের আকাশসীমা ব্যাবহার এ দেশের বিমান সংস্থাগুলির জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।"
পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন যে, গত ২২শে এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে যারা জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারে না। তিনি বলেছেন যে, ভারত প্রতিটি জঙ্গি এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।
নানান খবর

নানান খবর

পাল্টে গিয়েছে পাত্র, বিয়ের আসরে বড় অভিযোগ কনের! তারপর যা হল...

ছিটকে পড়ল অণ্ডকোষ, পকেটে রাখা মোবাইল ফেটে হাসপাতালে ফুচকাওয়ালা

পাকিস্তানের জন্য আরও খারাপ খবর! ২৬টি রাফাল কিনতে ৬৩ হাজার কোটির চুক্তি করল ভারত

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পাকিস্তানে স্বামীর কাছে ফিরল এক ও তিন বছরের সন্তান, ছাড়াছাড়ি হতেই আটারি সীমান্তে কেঁদে ভাসালেন মা

জানেন কেন বাবারা চান তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক?

আটারি সীমান্তে ভিড়, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের সময়সীমা শেষের আগে বিদায়

ভারতে আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর শিকার সাধারণ নাগরিকরা: নীতিহীন নির্দেশের বন্যায় ক্ষোভ

জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হল ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই জনের মৃত্যু

নয়া নিয়ম জারি করল ইউজিসি, চলতি বছরেই একগুচ্ছ বদল!

"দেশ সবার আগে": জানালেন ঝন্টু আলি সেখের ভাই রফিকুল

বৌদির সঙ্গে সঙ্গমের চেষ্টা, ঘরে ঢুকে অশালীন আচরণ দেওরের, দেখে স্বামী কী করলেন? শুনে চক্ষু চড়কগাছ পুলিশের

১১৮ বছর আগে তৈরি হয়েছিল এই শরবত, রেসিপি জানেন মাত্র তিন জন, নাম জানেন সেই পানীয়ের

পাকিস্তানের স্টুডেন্ট ভিসা, আদিল আহমেদ থোকার এবং পহেলগাঁও হামলা, তিনের মধ্যে যোগসূত্র কী?